1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপহরণ নাকি রাখী-রাজীবের প্রেম!

১৮ এপ্রিল ২০১০

কারাগারে সন্ত্রাসীরা মোবাইল ব্যবহার করছে ব্যাপকহারে, অন্যদিকে নরসিংদিতে ৫০ হাজার তাঁতকলে উৎপাদন বন্ধ৷ এছাড়া রয়েছে সিলেটে প্রবল বর্ষণে জলাবদ্ধতার খবরও৷ বলছি বাংলাদেশের সংবাদপত্রগুলোর কথা৷

https://p.dw.com/p/MzOQ
ফাইল ফটোছবি: AP

কারাবন্দী সন্ত্রাসীদের মোবাইল আলাপ

৩১ দিনে ৩০ সিমকার্ড, টকটাইম ৩ হাজার ছয়শো মিনিট - দৈনিক সমকালের শিরোনাম এটি৷ অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে সমকাল বলছে, এক কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী মাত্র এক মাসে মোবাইল ফোনে কথা বলেছেন ৬০ ঘন্টা৷ এরমধ্যে বিদেশে বিভিন্ন কলও করেছে সে৷ আর এই কাজে ব্যবহার করা হয়েছে ৩০টি মোবাইল সিমকার্ড৷ খবরটি বেশ উদ্বেগজনক কারণ, সমকালের দাবি শুধু একজন নয়, আরো অনেক সন্ত্রাসী জেলে বসেই মোবাইলে কথা বলছে, প্রয়োজনে বিভিন্ন হত্যা, চাঁদাবাজি ও খুনেরও নির্দেশ দিচ্ছে৷

এছাড়া দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে তাঁতকল নিয়ে৷ সুতার দাম বেড়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের নরসিংদির প্রায় ৫০ হাজার তাঁতকলের উৎপাদন বন্ধ রয়েছে৷ জানা যায় আগে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে সুতা আমদানি করা হতো৷ কিন্তু মাস কয়েক আগে স্থলপথে সুতা আমদানি বন্ধ করে শুধু জলপথে সুতা আমদানি করতে বলা হয়৷ ফলে সুতার দাম গেছে বেড়ে৷ আর ক্ষতির মুখে পড়েছে কয়েক লাখ তাঁতকর্মী৷

সিলেটে জলাবন্ধতা

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, সিলেটে প্রবল বর্ষণ, নগরীতে জলাবদ্ধতা৷ শনিবার সিলেটে চার ঘন্টা বৃষ্টির কারণে রাস্তাঘাট খালে রূপ নিয়েছে৷ অনেক বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় জনজীবন একরকম অচল হয়ে পড়ে সেখানে৷

অপহরণ নাকি প্রেম!

সংবাদসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম জানাচ্ছে সেই খবর৷ তবে, ঘটনাটি আসলেই অপহরণ কিনা তা নিয়ে খানিকটা রহস্য তৈরি হয়েছে৷ কারণ নবম শ্রেণীর শিক্ষার্থী রাখীর সঙ্গে নাকি অপহরণকারী রাজীবের প্রেম ছিল৷ এমনকি তারা দু'বছর আগে বিয়েও করেছে৷ নিরাপত্তা সংস্থা ব়্যাব অবশ্য বিয়ের বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷ কারণ প্রথমত রাখী অপ্রাপ্ত বয়স্ক আর দ্বিতীয়ত যে কাজী অফিসের কথা দু'জনে বলেছেন সেখানে গিয়ে তাদের বিয়ের কোন নথি পাওয়া যায়নি৷ এই খবরটি আরো কয়েকটি পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী