অন্বেষণ কুইজের ফলাফল | পাঠক ভাবনা | DW | 10.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের ফলাফল

প্রতি সপ্তাহান্তে একুশে টেলিভিশনে প্রচার করা হয় অন্বেষণ অনুষ্ঠান৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সম্পর্কিত এই অনুষ্ঠানটি দেখা যায়৷ এবং এই বিষয়ে সপ্তাহান্তের কুইজেরও আয়োজন করা হয়৷

এবারের প্রশ্ন ছিল: ঘুমের অভাবে শরীরে কেমন জটিলতা দেখা দিতে পারে? কুইজে উত্তর দিয়েছেন মোট ২৭৮ বন্ধু৷ সঠিক উত্তর : শরীরে মূলত দু'ধরনের বড় জটিলতা দেখা দিতে পারে৷ প্রথমত হৃদযন্ত্রে সমস্যা, মাথাব্যথা, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ কিংবা স্ট্রোক হতে পারে৷ দ্বিতীয়ত বিষণ্ণতা এবং ভয়ের প্রবণতা বাড়তে পারে কম ঘুমের কারণে৷

সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়৷ আমাদের এবারের বিজয়ী কায়সার মাহমুদ সোহান৷ আপনাকে অভিনন্দন৷ প্রিয় বন্ধু কায়সার, আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতার মেসেজ বক্সে অথবা bengali@dw.de ই-মেল ঠিকানায় পাঠিয়ে দিন৷ আর যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও আমাদের এই প্রতিযোগিতার কথা জানাবেন, জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথাও৷

প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন আর অবশ্যই ডয়চে ভেলের সাথে থাকুন – এটাই আমাদের প্রত্যাশা৷

বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন