1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনিশ্চিত ভবিষ্যতের মুখে বলিউডের ফিল্মিস্তান স্টুডিও

৩০ মার্চ ২০১১

ফিল্মিস্তান স্টুডিও৷ মুম্বই এর যে স্টুডিও থেকে তৈরি হয়েছে অনেক নামকরা চলচ্চিত্র৷ বলিউডের স্মৃতি বিজড়িত এই স্টুডিওটির অস্তিত্ব নিয়ে সম্প্রতি প্রশ্ন দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/10kFV
দিলীপ কুমার থেকে শুরু করে প্রখ্যাত বলিউড অভিনেতারা ঐ স্টুডিওতে অভিনয় করেছেনছবি: AP

মেহবুব খান গত চল্লিশ বছর ধরে এই স্টুডিওতে কাজ করছেন৷ এখানে কেউ পরিদর্শনে আসলে বুড়ো এই লোকটি খুব খুশি হন৷ বেশ গর্বের সঙ্গে দেখান স্টুডিওটির নিজস্ব জেলখানাসহ অন্যান্য জিনিসগুলো৷ তিনি বলেন, ‘‘দিলীপ কুমার থেকে শুরু করে শাহরুখ খান – সব অভিনেতাকেই ছবির প্রয়োজনে জেলের মধ্যে অভিনয় করতে হয়৷ আর বলিউড চলচ্চিত্রে জেলে থাকা দৃশ্যের অভিনয় করার জন্য মুম্বই এ এর চেয়ে আর ভালো জায়গা নেই৷''

হলিউডের ইতিহাসে ওয়ার্নার ব্রাদার্স এবং ব্রিটিশ চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে যেমন পাইনউড স্টুডিওর নাম জড়িয়ে আছে, তেমনি বলিউড ইতিহাসে জড়িয়ে রয়েছে ফিল্মিস্তান স্টুডিওর নাম৷ ১৯৪৩ সালে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে প্রথম যাত্রা শুরু করে ফিল্মিস্তান৷ বলিউডের স্বর্ণযুগ ১৯৪০ ও ৫০ এর দশকে প্রায় ৬০ টি ছবি নির্মিত হয় এখান থেকে৷ যার মধ্য ছিল নাগিন, আনারকলি, শহীদ ও শবনম এর মতো নামকরা সব ছবি৷

৫০ এর দশকে ১৪ সেটের এই স্টুডিওটি কিনে নেন এক কারখানা মালিক৷ তখন থেকে এটি ভাড়া দেওয়া হচ্ছে চলচ্চিত্র নির্মাতাদের কাছে৷ কিন্তু সম্প্রতি এই স্টুডিওটির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ বলা হচ্ছে, এই স্টুডিও থেকে আর্থিকভাবে তেমন লাভবান হতে পারছেন না স্টুডিওর মালিকরা৷ তাই এর ৪ দশমিক ৫ একর এলাকা বিক্রি করে দেওয়া হচ্ছে৷ এবং সেখানে গড়ে তোলা হবে একটি আবাসিক কিংবা বাণিজ্যিক বহুতল ভবন৷ তবে মালিকদের আর্থিকভাবে লাভবান না হওয়ার অভিযোগকে মেনে নিতে নারাজ স্টুডিওর সঙ্গে জড়িতরা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন