1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনলাইন লুণ্ঠকদের থেকে সতর্ক থাকার আহ্বান লায়ানার

১২ সেপ্টেম্বর ২০১০

১৫ বছর বয়সি তারকা অভিনেত্রী লায়ানা লিবারেটর৷ ডেভিড শুইমারের নতুন ছবি ‘ট্রাস্ট’ এ অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন লায়ানা৷ অভিভাবকদের প্রতি আহ্বান জানালেন, তাঁরা যেন অনলাইন লুণ্ঠকদের থেকে সন্তানদের সতর্ক করেন৷

https://p.dw.com/p/PALa
অনলাইন, লায়ানা, ট্রাস্ট, Film, Festival, Trust, Liana
ছবি: picture alliance / dpa

টরোন্টো চলচ্চিত্র উৎসবে প্রথম প্রকাশ্য প্রদর্শনী হলো ‘ট্রাস্ট'এর৷ লায়ানা বলেন, ‘‘এই ছবি করতে গিয়ে আমার দৃষ্টি খুলে গেছে৷ এটা আমাকে করেছে অনেক সচেতন এবং সতর্ক৷'' তাঁর মতে, সন্তানদের নিয়ন্ত্রণ কিংবা অতিরিক্ত চাপ না দিয়ে বরং সহজভাবে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন পিতা-মাতা৷

লায়ানার ভাষায়, ‘‘এক্ষেত্রে ভারসাম্য রক্ষার পন্থা রয়েছে৷ আমার পিতা-মাতা আমার অনলাইন পাসওয়ার্ড জানেন৷ ফলে তাঁরা যে কোন সময় খেয়াল রাখতে পারছেন যে, অনলাইনে আমার বন্ধু কারা৷ এছাড়া আমার বন্ধুদের সাথে কী ধরণের কথাবার্তা হচ্ছে সেটিও তারা জানেন৷ সন্তানদের জন্য একান্তই নিজেদের মতো করে কাজ করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু তবুও আমি বলবো, তাদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সবকিছু খোলামেলা আলোচনা করতে হবে৷''

অনলাইনে প্রতারণার শিকার হয়ে ধর্ষণ কিংবা আত্মহত্যার মুখোমুখি হয়েছেন এমন নারীদের ঘটনা পরিচালক শুইমারকে উদ্বুদ্ধ করেছে এমন একটি ছবি তৈরিতে৷ এছাড়া লস অ্যাঞ্জেলেস ধর্ষণ প্রতিরোধ কেন্দ্রের সাথে কাজ করেছেন শুইমার৷ তাঁর মতে, ‘‘এই সমস্যা থেকে বাঁচার সর্বোত্তম পন্থা হলো, সন্তানদের সাথে এসব বিষয়ে কথা বলা৷''

অনলাইনে অপরাধী চক্রের হানার পরিসংখ্যান তুলে ধরেন শুইমার৷ বলেন, অনলাইনে গল্প করতে থাকা শিশুদের ৮৯ শতাংশই বারবার অপরিচিতদের কাছ থেকে বন্ধুত্বের অনুরোধ পায়৷ এছাড়া দিন-রাতের প্রতিটি মুহূর্তে প্রায় ৫০ হাজার যৌন লুণ্ঠক অনলাইনে ওত পেতে থাকে৷ ‘‘তাই এক্ষেত্রে অনেক বিপদের আশঙ্কা থাকে,'' বলেন তিনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা