1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অজগরের আস্ত নীলগাই ভক্ষণের ভিডিও ভাইরাল

২১ সেপ্টেম্বর ২০১৬

অজগর সাপ একটা আস্ত প্রাণী খেয়ে ফেলতে পারে৷ এমনটা সিনেমাতে দেখা গেছে বা বইয়ে পড়েছেন অনেকেই৷ কিন্তু বাস্তবে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না৷ অথচ ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে ভারতে৷ আর সেই ভিডিও এখন ভাইরাল৷

https://p.dw.com/p/1K6Rn
Schlange
ছবি: andyastbury - Fotolia.com

‘অ-অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে...৷' অ-আ-ক-খ শেখার সেই দিনগুলোতেই অজগর সাপের সঙ্গে আমাদের পরিচয়৷ চোখের দেখা অবশ্য আরো পরে, চিড়িয়াখানায়, টেলিভিশনের পর্দায় বা ‘অ্যানাকন্ডা'-র মতো কোনো সিনেমায়৷ কিন্তু এই ভিডিওতে যে অজগরটিকে দেখা যাচ্ছে, এমন কোনো সাপ দেখেছেন কখনও?

এ যে চার-পাঁচ ফুট নয়, একেবারে ২০ ফুট লম্বা অজগর৷ তাই ক্যামেরায় ধরা পড়া এই অজগরটা দেখলে মনে হতে পারে পেটে কয়েক ডজন অজগর লুকিয়ে আছে৷ কিন্তু আসলে তা নয়৷

ব্যাপার হলো, অজগরটি আসলে একটি আস্ত নীলগাই খেয়ে ফেলেছে৷ ফলে তার আর নড়াচড়ার ক্ষমতা নেই৷ ভারতের গুজরাট রাজ্যের জুনাগড়ে এই অজগরটির সন্ধান পাওয়া গেছে৷ আর সন্ধান পাওয়ার পরই সাপটাকে ক্যামেরাবন্দি করা হয়েছে৷ জুনাগড়ের গিরনার ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারিতে এমন একটা ঘটনা দেখেই খবর দেয় এক কৃষক৷ তারপরই সেখানকার কর্তৃপক্ষ এসে আজগরটির ছবি তোলে৷ বর্তমানে তাকে খাঁচায় বন্দি করেছে অভয়ারণ্যের কর্তৃপক্ষ৷ বলা বাহুল্য, গণমাধ্যমে ভিডিওটি আসার পরই তা ভাইরাল হয়ে যায়৷ মাত্র ২৪ ঘণ্টায় এনডিটিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩০ হাজার বার৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য