1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্ষম হাঁটুর জন্য অকালে অবসর নিলেন ফ্লিনটফ

১৭ সেপ্টেম্বর ২০১০

ডাক্তারের পরামর্শ মেনে নিয়ে ইংলিশ ক্রিকেটের অল-রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন৷ ইংলিশ ক্রিকেটের এই নক্ষত্রের ক্যারিয়ার অন্যকে অনুপ্রেরণা দেওয়ার মতো৷

https://p.dw.com/p/PEh0
উইকেট নেয়ার পর অ্যান্ড্রু ফ্লিনটফকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা (ফাইল ছবি)ছবি: AP

কয়েকটি ইনজুরির সঙ্গে কয়েক বছর ধরে লড়াই করার পরে, ৩২ বছর বয়সি ফ্লিনটফ হতাশা ও দুঃখের সঙ্গে তাঁর অবসর নেওয়ার ঘোষণা করলেন বৃহস্পতিবার৷ ডাক্তার তাঁকে বলেছেন, তাঁর হাঁটু শীর্ষ পর্যায়ের আর কোন খেলার ভার নিতে পারবে না৷ ক্রিকেটের ম্যাচ বিজয়ী এবং ড্রেসিংরুমের প্রিয়মুখ ফ্লিনটফ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে জয়লাভের পরে গত বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন৷ তবে ফ্লিনটফ তখন আশা করেছিলেন, ল্যাঙ্কাশায়ার এবং ইংল্যান্ডের মধ্যকার ছোট খেলাগুলোতে অংশ নিতে পারবেন৷

স্কাই স্পোর্টস নিউজের সঙ্গে কথা বলার সময় ফ্লিনটফ বলেন, ‘‘অবসর নেওয়া, বা না নেওয়ার এই সিদ্ধান্ত আমার হাতের নাগালের মধ্যে নেই৷'' তিনি বলেন, ‘‘ আমি আমার সার্জনের সঙ্গে কথা বলেছি, ১২ মাস আগের অস্ত্রোপচারটি চমৎকার হয়েছে, কিন্তু আবার ক্রিকেট খেলা শুরু করার মত যথেষ্ট ভালো নয়৷'' ফ্লিনটফ বলেন, ‘‘আমি মনের দিক থেকে জানি ব্যাপারটা ঠিক নয়৷ এ আসলে জীবনের সেইসব ঘটনাগুলোরই একটা যেখানে সিদ্ধান্ত আমার জন্যে তৈরি করা হয়েছে৷ এ নিয়ে জটিলতা তৈরি হবে, কারণ আমি ১৭ বছর ধরে পেশাদার খেলোয়াড় হিসেবেই খেলছি৷''

ফ্লিনটফ গত বছরের অগাস্টে হাঁটুর অস্ত্রোপচারে করান এবং জুন মাসে ল্যাঙ্কাশায়ারে প্রশিক্ষণের জন্যে ফিরে আসার আগেই, জানুয়ারিতে দ্বিতীয় অস্ত্রোপচারের জন্যে যান তিনি৷ আরো দ্রুত ক্রিকেটে ফিরতে পারবেন এরকম আশা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ফিটনেসের অভাবে তাঁকে পুরো মরসুমের খেলা থেকেই বাদ পড়তে হয়েছে৷

এদিকে ফ্লিনটফের অবসর নেওয়ার ঘোষণায় ইংলিশ দলের বর্তমান ক্যাপ্টেন অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, ইংলিশ ক্রিকেটের জন্যে এই দিনটা একটা দুঃখের দিন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়