অক্টোবরফেস্ট নিয়ে অজানা তথ্য পেলাম | পাঠক ভাবনা | DW | 30.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অক্টোবরফেস্ট নিয়ে অজানা তথ্য পেলাম

ভারতের নতুন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী বেশ কয়েকটি ইমেল পাঠিয়েছেন৷ তিনি লিখেছেন, মিউনিখের বিয়ার ফেস্টিভ্যাল ‘অক্টোবরফেস্ট' নিয়ে করা প্রতিবেদন থেকে তিনি বেশ কিছু অজানা তথ্য জানতে পেরেছেন৷

‘‘... এই পরিবেশনা থেকে এশীয়দের মধ্যে বিয়ার পানের আগ্রহ সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম৷ তবে মিউনিখের অক্টোবরফেস্টের যে উন্মাদনা, আভিজাত্য বা ঐতিহ্য তা কি আর কোনো দেশ স্পর্শ করতে পারবে?'' এমন প্রশ্ন করেছেন পাঠকবন্ধু সুভাষ চক্রবর্তী৷

ভারতের সফল মঙ্গলগ্রহ অভিযান প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের পর ভারতের সফল মঙ্গলগ্রহ অভিযান ভারতবাসীর কাছে এক গৌরবের বিষয়৷ এখন পর্যন্ত ভারতই একমাত্র প্রথম প্রচেষ্টায় সফল দেশ৷ তাই খুব স্বাভাবিকভাবেই সমগ্র ভারতবাসীর মনে খুশির জোয়ার৷

একটি সফল ও দক্ষ ভারতীয় মহাকাশ সংস্থা দ্বারা নির্মিত ও দেশীয় প্রযুক্তিতে তৈরি মঙ্গলযানের সফল অভিযান মহাকাশ বিজ্ঞানের গবেষণাকে আগামীতে যে আরও এগিয়া নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই৷ ভারত যে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এশিয়ার অগ্রণী দেশ তাতে আর যুক্তি বা তর্কের কোন অবকাশ রইল না৷''

ভারতের মঙ্গল অভিযান উদযাপন' নিয়ে ছবিঘর পরিবেশনার জন্য সুভাষ চক্রবর্তী ডয়চে ভেলে অনেক ধন্যবাদ জানিয়েছেন৷

– বন্ধু সুভাষ চক্রবর্তী, মতামত পাঠানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ৷


এদিকে, দুর্গাপূজা উপলক্ষ্যে ডয়চে ভেলে পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে অনেক বন্ধু ইমেল করেছেন৷ এঁদের মধ্যে আছেন জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে ডা. সিদ্ধার্থ সরকার, চৈতালী সরকার, সোমা সরকার, হেনারানী সরকার, সুপ্রিয় সরকার, শ্যামাপদ সরকার, সৌরদীপ সরকার ও বীনারানী সরকার৷

গোপালগঞ্জ থেকে বিধান চন্দ্র টিকাদার আর বগুড়া থেকে স্মারক ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রেসিডেন্ট এম. আব্দুর রাজ্জাক পূজার শুভেচ্ছার পাশাপাশি আসন্ন ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন৷

– পাঠকবন্ধু, আপনাদের সবার জন্য রইলো পূজা ও ঈদের শুভেচ্ছা৷

এবার একটি দু:সংবাদ৷ আমাদের নাটোরের বন্ধু রাজীব কুমার মন্ডল জানিয়েছেন, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে, চুয়াডাঙ্গার পাঠক প্রফেসর আশরাফুল ইসলামের বাবা মারা গেছেন৷ প্রিয় আশরাফুল ইসলাম, আমরা আপনার বাবার আত্মার শান্তি কামনা করছি৷

রাজীব কুমার মন্ডল আরও লিখেছেন, ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় অনেক পুরনো প্রতিবেদন প্রকাশিত হওয়ায় নতুন পাঠকরা তা পড়তে পারছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন